| |
               

মূল পাতা জাতীয় অর্থনীতি কঠিন শর্তে আইএমএফের ঋণ নেওয়া হবে না: ওবায়দুল কাদের


কঠিন শর্তে আইএমএফের ঋণ নেওয়া হবে না: ওবায়দুল কাদের


রহমত ডেস্ক     09 November, 2022     02:39 PM    


ঋণ গ্রহণে আইএমএফের কোনো কঠিন শর্ত মানা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রিজার্ভে চাপ পড়েছে। আশা করি, ধীরে ধীরে স্বস্তিদায়ক হবে। টাকার প্রয়োজন আছে। আইএমএফের ঋণ আমাদের প্রয়োজন আছে কিন্তু কোনো কঠিন শর্ত মেনে নেওয়া হবে না। যৌক্তিক পরামর্শ মেনে ঋণ নেওয়া হবে। বুধবার (৯ নভেম্বর) তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ার গতি কমেছে। ধীরে ধীরে স্বস্তি আসবে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জয় বিশ্ব রাজনীতি বদল করবে। কারণ প্রেসিডেন্টের একক ক্ষমতা খর্ব হবে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের পরিস্থিতিও পরিবর্তিত হবে। ’

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে ২৪ ডিসেম্বরের আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমক হবে না। জাতীয় সম্মেলনের আগে সারাদেশের কাউন্সিলগুলো শেষ করা হবে। জাতীয় কাউন্সিলের জন্য ১১টি উপকমিটি হয়েছে। ’

সেতু উদ্বোধন নিয়ে তিনি বলেন, ‘একসঙ্গে একশ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ায় এতগুলো সেতু একসঙ্গে উদ্বোধন আগে হয়েছে বলে মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ। ’ কর্ণফুলী নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল ২৬ নভেম্বর আংশিক খুলে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক।