| |
               

মূল পাতা আন্তর্জাতিক ক্যালিফোর্নিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড


ক্যালিফোর্নিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড


আন্তর্জাতিক ডেস্ক     09 November, 2022     01:03 PM    


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি  তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ নভেম্বর) শেভরনের একটি কারখানায় ঘটে এ দুর্ঘটনা। খবর সিবিএন নিউজের।

কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এল সেগুনডো রিফাইনারির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে সাথসাথেই বিপদ সংকেত বাজান সেখানে অবস্থানরত কর্মীরা। খবর পেয়ে দ্রুত অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। নিরাপদ গেট থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় ভিতরে থাকা শ্রমিকরা। তাই এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত বা দগ্ধ হয়নি। তবে কীভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। উৎস সম্পর্কে জানতে শুরু হয়েছে তদন্ত।

এমন সময়ে এ দুর্ঘটনা যখন যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের মতোই ক্যালিফোর্নিয়াইয়ও ঊর্ধ্বমুখী জ্বালানির মূল্য। শেভরন জানায়, দৈনিক ২ লাখ ৬৯ হাজার ব্যারেল তেল পরিশোধন করা হয় কারখানাটিতে। অঙ্গরাজ্যটির ২০ শতাংশ পরিশোধিত তেল সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এছাড়া ৪০ শতাংশ জেট ফুয়েলও সরবরাহ করে তারা।