| |
               

মূল পাতা আন্তর্জাতিক হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আল্লামা আরশাদ মাদানী


হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আল্লামা আরশাদ মাদানী


আন্তর্জাতিক ডেস্ক     26 August, 2022     03:48 PM    


হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছেন ভারতের দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসীন,  জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও মুসলিম পার্সোনাল ল’বোর্ড ইন্ডিয়ার ভাইস-চেয়ারম্যান আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী।

আল্লামা আরশাদ মাদানীর নাতি মুহাম্মদ মাদানী স্যোশাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ মাদানী জানান, আলহামদুলিল্লাহ, যারা যারা দোয়া করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। মাদানী মঞ্জিলের অভিভাবক (আমাদের দাদা) মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী সাহেব ইতোমধ্যে সুস্থ শরীরে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরেছেন। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। হজরতের সুস্থতাসহ দীর্ঘ হায়াত কামনায় দোয়ার অনুরোধ করছি।

এর আগে গত বুধবার (২৪ আগস্ট) স্থানীয় সময় সকাল ১১টায়  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী। নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালে ডা. আজমত করিমের তত্ত্বাবধানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় চিকিৎসা নেন তিনি।

জমিয়তে ওলামায়ে হিন্দ সূত্রে জানা গেছে, সাইয়েদ আরশাদ মাদানি গত কয়েকদিন ধরে জ্বর, ডায়রিয়া ইত্যাদিতে ভুগছিলেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা সাইয়েদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর ছেলে ও মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানীর চাচা। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।  ২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন।