| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি রাষ্ট্রধর্ম ইসলামকে জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা বললেন পরিকল্পনামন্ত্রী


রাষ্ট্রধর্ম ইসলামকে জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা বললেন পরিকল্পনামন্ত্রী


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 November, 2021     10:15 PM    


জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ বলে মন্তব্য করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের রাষ্ট্রধর্ম ইসলাম করার পদক্ষেপ বাঙালি জাতির মূল উদ্দেশ্যের পথে ‘কাঁটা’।’

শুক্রবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ। ‘বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থায়, প্রগতিশীলতার পক্ষে আর সকল সাম্প্রদায়িকতার বিপক্ষে আমাদের অবস্থান’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি আজই আত্মপ্রকাশ করেছে। সে অনুষ্ঠানে অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এমন মন্তব্য করলেন।

দুজন সামরিক শাসক ও তাদের সঙ্গীসাথিরা অনেক মাইন পুঁতে রেখে গেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথে এখনো অনেক মাইন পোঁতা আছে উল্লেখ করে আলোচনা সভায় দেওয়া বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দায়মুক্তির পরম্পরা হিসেবে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় সামরিক শাসক (হুসেইন মুহাম্মদ এরশাদ) আরেকটি পেরেক মেরে রেখেছে। কীসের ওপরে? আমাদের জাতিসত্তার ওপরে। আমাদের রাষ্ট্রধর্ম ইসলামকে পুনরায় প্রবর্তন করে। সংবিধানের মূলবাণী অসাম্প্রদায়িকতা, সেটাকে সে ঘা দিয়ে চলে গেল এবং সেটা আমাদের পদে পদে বিভ্রান্ত করছে। জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা গেড়ে রেখে গেছে। এ ধরনের আরও অসংখ্য মাইন প্রধানমন্ত্রীর পথে আছে।’

/জেআর/