| |
               

মূল পাতা আন্তর্জাতিক পশ্চিমতীরে আরও অবৈধ বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের


পশ্চিমতীরে আরও অবৈধ বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 January, 2021     03:23 PM    


দখলদার ইহুদীবাদী ইসরাইল পশ্চিমতীরে আরও অবৈধ বসতি নির্মাণ করছে। জানা গেছে, দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইহুদিদের জন্য নতুন করে আরও প্রায় ৮০০ ইউনিট বসতি নির্মাণ করা হচ্ছে।

আর খোদ এ আদেশ দিয়েছেন, ইহুদীবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব গ্রহণের মাত্র কয়েক দিন আগে সোমবার এ ঘোষণা দেন ইসরাইলের প্রধানমন্ত্রী। খবর আলজাজিরা ও আনাদোলুর।

তবে কাজ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বসতি নির্মাণের সিদ্ধান্তের খবর নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, ফিলিস্তিনি ভূমিতে বসতি নির্মাণ অবৈধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহৎ অংশ ইসরাইলি বসতি নির্মাণকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মূল বাধা বলে বলে বিবেচনা করে থাকে।

ইতোমধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলের এ ঘোষণার নিন্দা জানিয়েছে। বাইডেন এসব বস্তি নির্মাণের ব্যাপারে সমালোচনা করেছেন অতীতে। দায়িত্ব নেওয়ার পর তার সিদ্ধান্ত কী হয়, সেদিকে চেয়ে আছে বিশ্বের শান্তিকামী মানুষ।
-জেড