| |
               

মূল পাতা করোনাভাইরাস টিকা এলেও তৈরি হবে না হার্ড ইমিউনিটি : ডব্লিউএইচওর হুঁশিয়ারি


টিকা এলেও তৈরি হবে না হার্ড ইমিউনিটি : ডব্লিউএইচওর হুঁশিয়ারি


রহমতটোয়েন্টিফোর ডেস্ক     12 January, 2021     03:40 PM    


টিকাকরণ শুরু হলেও হার্ড ইমিউনিটি বা অনাক্রমতা তৈরি হবে না বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও। সোমবার (১৩ জানুয়ারি) এমন আশঙ্কার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। খবর ডয়েচে ভেলের। দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা নিয়েও সতর্ক হতে বলেছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেন, ভ্যাকসিন বাজারে এলেও এই বছর অনাক্রমতা তৈরি হবে না। মানতে হবে করোনাবিধিও। তার কথায়, “২০২১ সালে জনসংখ্যাগতভাবে অনাক্রমতা বা কঠোর অনাক্রমতা (হার্ড ইমিউনিটি) তৈরি হবে না। তাই করোনাবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব, হাত ধোওয়া, মাস্ক পরতে হবে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের প্রথম সারির দেশগুলি টিকাকরণ শুরু করেছে। কিন্তু টিকাকরণ সম্পর্কে সন্দেহ আছে অনেকের। আবার ভাইরাস গঠনগত পরিবর্তনের সম্ভাবনা আছে। তাই এই অবস্থায় টিকাকরণ হলেও অনাক্রমতা বা হার্ড ইমিউনিটি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
-জেড