| |
               

মূল পাতা সারাদেশ জেলা শরীয়তপুরের বড়াইল মাদরাসার বার্ষিক মাহফিল আগামী শনিবার


শরীয়তপুরের বড়াইল মাদরাসার বার্ষিক মাহফিল আগামী শনিবার


রহমত নিউজ     04 December, 2025     12:52 PM    


শরীয়তপুরের বড়াইল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল আগামী শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন  মাদরাসার মুহতামিম ও সেক্রেটারী মুফতী আ ফ ম আকরাম হুসাইন বিন আব্দুল হাই মুন্সী।

তিনি জানান, মাহফিল মূলত দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে- সকাল ৮টা থেকে ১২ টা পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে ওয়াজ-নসীহত। আর দ্বিতীয় ও মূল পর্ব- বিকাল থেকে গভীর রজনী পর্যন্ত সর্বস্তরের মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বয়ান। 

তিনি আরও জানান, সকালে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও রাজধানীর গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া। বিশেষ বক্তা হিসেবে বয়ান করবেন, রাজধানীর কামরাঙ্গীরচরের মারকাযুদ্দীন মাদরাসার মুহতামিম ও চান সাদেক জামে মসজিদের খতীব মুফতী আমানুল্লাহ বসন্তপুরী এবং বড়াইল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা বশীর আহমাদ প্রমুখ। 

মুফতী আ ফ ম আকরাম হুসাইন জানান, বাদ আসর বয়ান করবেন, বড়াইল মাদরাসা মসজিদের খতীব মাওলানা মুফতী তাফাজ্জুল হক। বাদ মাগরিব বয়ান করবেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মাহমূদ সালীম আইয়ূবী। এশার নামাজের পর বয়ান করবেন, মাওলানা হাফীজুর রহমান শরীয়তপুরী। এরপর বয়ান রাখবেন, রাজধানীর পুরান ঢাকার জামিয়া শারিফিয়া আরাবিয়ার শিক্ষক ও বায়তুস সালাম জামে মসজিদ লালবাগ ঢাকার খতীব মুফতী দিলাওয়ার হুসাইন আশরাফী। 

তিনি জানান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি ও উসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর, উসমানিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শফিউল্লাহ খান, মাহমূদিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাব্বীর আহমাদ উসমানী, উসমানিয়ার শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুস, ক্যারিয়ার বাংলাদেশের চেয়ারম্যান ও জামি‘আ মুনাওয়ারাহ ঢাকার প্রিন্সিপাল মুফতী আফজাল হুসাইন, মারকাযুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা ইদরীস কাসেমী, ইকরা মাদরাসার শায়খুল হাদীস মাওলানা নাঈম আব্বাসী প্রমুখ।

বয়ান শেষে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করে আখেরী বয়ান ও দোয়া করবেন পাকিস্তান থেকে আগত বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হযরত মাওলানা মুফতী সাইয়্যেদ ফয়সাল নাদীম।

মাহফিলে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন মুফতী আ ফ ম আকরাম হুসাইন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা শরীয়তপুর শরিয়তপুর সদর