| |
               

মূল পাতা জাতীয় মানুষের অধিকার আদায়ে আলেম সমাজের অবদান অনস্বীকার্য : আসিফ মাহমুদ


মানুষের অধিকার আদায়ে আলেম সমাজের অবদান অনস্বীকার্য : আসিফ মাহমুদ


রহমত নিউজ     04 December, 2025     11:38 AM    


অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের সংকটকালীন সময়ে মানুষের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে আলেম সমাজের অবদান অনস্বীকার্য।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর হাজারীবাগ পার্কে জামেয়া ইসলামিয়া দারুল হক্ব মাদ্রাসায় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের যেকোনো সামাজিক, নৈতিক ও ধর্মীয় উদ্যোগে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তাদের সহযোগিতা ছাড়া দেশ এগোতে পারে না। দ্বীনের খেদমত, নৈতিক নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে আলেম সমাজকে সর্বদা পাশে নিয়ে এগিয়ে যেতে চান বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তরুণ প্রজন্মকে কুরআনমুখী করা, দেশে নৈতিকতা ও আধ্যাত্মিক পরিবেশ গড়ে তোলা এবং সারাদেশে ক্বেরাত সম্মেলন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। পাশাপাশি হাজারীবাগ এলাকার রাস্তাঘাট, পরিবেশগত সমস্যা এবং সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।