| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল আগামীর বাংলাদেশ চলবে মদিনার স্টাইলে : ৮ দলের রংপুর সমাবেশে মাওলানা হামিদী


আগামীর বাংলাদেশ চলবে মদিনার স্টাইলে : ৮ দলের রংপুর সমাবেশে মাওলানা হামিদী


রহমত নিউজ     04 December, 2025     11:15 AM    


বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ইসলামী দলগুলোকে জনগণ সংসদে দেখতে চাই। এদেশ আর দিল্লি ও ওয়াশিংটনের স্টাইলে চলবে না। আগামীর বাংলাদেশ চলবে মদিনার স্টাইলে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ২টায়  রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হামিদী বলেন, যারা এতদিন ইসলামী মূল্যবোধের দোহাই দিয়েছে, আর এখন বলছে তারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, তারা মিথ্যুক, প্রতারক ও ধোকাবাজ। তাদেরকেও এদেশের জনগণ এখন আর বিশ্বাস করে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঈমানদার জনতার বাংলাদেশ। 

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ও বাংলাদেশ জামায়াতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের পক্ষে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী ও কেন্দ্রীয় সংখ্যালঘু ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।