| |
               

মূল পাতা রাজনীতি আজ রংপুরে সমমনা ৮ দলের সমাবেশ; নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ


আজ রংপুরে সমমনা ৮ দলের সমাবেশ; নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ


রহমত নিউজ     03 December, 2025     10:52 AM    


আজ জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত সমমনা ৮ দলের রংপুর বিভাগীয় সমাবেশ। 

জানা যায়, সমাবেশ ঘিরে নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সমাবেশ সফল করতে বিগত কয়েকদিন ধরেই সমমনা দলগুলো‌র রংপুরের শীর্ষ নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। 

আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, সমাবেশের কেন্দ্রীয় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। শহরজুড়ে ছড়িয়ে দেওয়া হয়েছে দুই শতাধিক মাইকের লাইন। আট দলের স্বেচ্ছাসেবক বাহিনীর আট শতাধিক ভলান্টিয়ার শহরের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সদস্যরাও মাঠে থাকবে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে স্থাপন করা হয়েছে বড় পর্দার মনিটর। সাংবাদিকদের লাইভ কভারেজ নিশ্চিত করতে রাখা হয়েছে উচ্চগতির ওয়াই-ফাই। বাংলাদেশ ব্যাংক মোড় থেকে লালকুঠি মোড় হয়ে সিটি বাজার পর্যন্ত মাইকের বিস্তৃত ব্যবস্থা করা হয়েছে।

প্রস্তুতি তদারকির সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর সভাপতি মুফতি আব্দুর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়ালসহ সমমনা ৮ দলের অন্যান্য নেতারা।