| |
               

মূল পাতা রাজনীতি নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত বিএনপি মানবে না: মির্জা ফখরুল


নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত বিএনপি মানবে না: মির্জা ফখরুল


রহমত নিউজ     31 October, 2025     01:21 PM    


নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোট করার সিদ্ধান্ত কখনোই মানবে না বিএনপি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঐকমত্য কমিশন তাদের সুপারিশ জাতির মধ্যে জোর করে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

দলের অগোচরে জুলাই সনদে সংশোধন আনার বিষয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে বিএনপি।

জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।

কর্মজীবী নারীদের জন্য বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমানকর্মজীবী নারীদের জন্য বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান

তবে এ ঘটনা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান বিএনপি মহাসচিব।