| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসলামী শাসনব্যবস্থা শক্তিশালী করতে আধুনিক শিক্ষা প্রয়োজন : আফগান প্রধান বিচারপতি


ইসলামী শাসনব্যবস্থা শক্তিশালী করতে আধুনিক শিক্ষা প্রয়োজন : আফগান প্রধান বিচারপতি


শেখ আশরাফুল ইসলাম     24 October, 2025     02:39 PM    


ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাওলানা আব্দুল হাকিম হক্কানী বলেছেন, ইসলামী শাসনব্যবস্থাকে শক্তিশালী করতে হলে আধুনিক শিক্ষার প্রয়োজন। আধুনিক বিজ্ঞান ছাড়া ইসলামী শাসনব্যবস্থা স্থিতিশীল করা সম্ভব নয়।

শুক্রবার (২৪ অক্টোবর) শিক্ষাব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে অনুষ্ঠিত একটি বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি (কাজি), উচ্চশিক্ষা মন্ত্রী ও তার উপমন্ত্রীরা, বিচার মন্ত্রণালয়ের উপমন্ত্রী, বিজ্ঞান একাডেমির প্রতিনিধি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও শত শত শিক্ষাবিদ এবং অধ্যাপক।

প্রধান বিচারপতি আরও বলেন, আমাদের দেশের সব শিক্ষক মুসলমান, পরিশ্রমী ও ভালো মানুষ। যারা ইসলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলেন না, তারা দেশ ছেড়ে চলে গেছেন।

পাঠ্যক্রম সংস্কার ও শিক্ষাব্যবস্থা উন্নয়নের প্রসঙ্গে হাক্কানী বলেন, ইসলামী মূল্যবোধ ও আফগান ঐতিহ্যের ভিত্তিতে পাঠ্যক্রম প্রস্তুত করলে ইসলামী শাসনব্যবস্থাকে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি উচ্চশিক্ষা মন্ত্রণালয়সহ সব শিক্ষাবিদ ও অধ্যাপকদের প্রশংসা করে বলেন, আফগানিস্তানের শিক্ষাব্যবস্থা উন্নয়নে অনেক ইতিবাচক কাজ সম্পন্ন হয়েছে। 

সূত্র : পাজক আফগান নিউজ