মূল পাতা মুসলিম বিশ্ব পাকিস্তানের সমস্যা তাদের অভ্যন্তরীণ বিষয়, এতে আফগানিস্তানের কোনো ভূমিকা নেই : মাওলানা ইয়াকুব
শেখ আশরাফুল ইসলাম 20 October, 2025 11:34 AM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, আমরা বহুবার বলেছি, পাকিস্তানের সমস্যা আসলে তাদের দেশের অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিষয়। এতে আফগানিস্তানের কোনো ভূমিকা নেই।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
মাওলানা ইয়াকুব জোর দিয়ে বলেন, ইমারাতে ইসলামিয়া অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় না।
পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা প্রসঙ্গে মাওলানা ইয়াকুব মুজাহিদ বলেন, আফগানিস্তানের পদক্ষেপগুলো ছিল প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। দেশের সীমান্ত রক্ষার জন্যই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে তিনি আরও জানান, পাকিস্তান ও আফগানিস্তান পরস্পরের মধ্যে আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে সব বিরোধ মেটানোর বিষয়ে একমত হয়েছে। উভয় দেশই প্রতিশ্রুতি দিয়েছে, ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে শত্রুতামূলক কোনো পদক্ষেপ নেবে না।
আফগানিস্তান এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তুরস্ক ও কাতার এই চুক্তি বাস্তবায়নের তদারকি করবে বলে আশা প্রকাশ করেন মাওলানা ইয়াকুব মুজাহিদ।
সূত্র : হুররিয়াত রেডিও