| |
               

মূল পাতা রাজনীতি আলোকচিত্রী শহীদুল ইসলামকে আটক করায় খেলাফত আন্দোলনের নিন্দা


আলোকচিত্রী শহীদুল ইসলামকে আটক করায় খেলাফত আন্দোলনের নিন্দা


রহমত নিউজ     10 October, 2025     12:56 PM    


বাংলাদেশী আলোকচিত্রী ও লেখক শহীদুল ইসলামসহ ৯৩জন অভিযাত্রীকে আটক করেছে ইসরাইলি বাহিনী। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানান বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

বিবৃতিতে বাংলাদেশী প্রখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলমকে সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।

আমীরে খেলাফত বলেন, “আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে ক্ষুধার্ত মজলুম ফিলিস্তিনিদের জন্য জরুরী খাদ্য সরবরাহকারী ত্রান কর্মীদের আটক করে ইসরাইলি বাহিনী চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। ইসরাইলি বাহিনীর এমন বর্বরতা বিশ্ব মানবতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। ইসরাইলি জালেমরা স্বাধীন সাংবাদিকতা ও মানবাধিকারকে মারাত্মকভাবে বাধাগ্রস্থ করছে। কালবিলম্ব না করে মানবতাবাদী বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, “দখলদার ইসরাইলের সাথে সবধরনের আন্তর্জাতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বর্জন করতে হবে। এবং তাদের সকল পণ্য বর্জন করতে হবে। গাজায় গণহত্যার অপরাধে আন্তর্জাতিক আইনের আওতায় এনে নেতা নিয়াহু প্রশাসনকে বিচারের মুখোমুখি করারও জোর দাবি জানান তিনি।”

মাওলানা মিয়াজী অবিলম্বে দখলদার ইসরাইলি অবরোধ প্রত্যাহার করে ফ্রিডম ফ্লোটিলার ত্রানবাহী সকল নৌযানকে বিনা বাধায় গাজায় প্রবেশের ব্যবস্থা করার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতাদের হস্তক্ষেপে কামনা করেছেন।