মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তান স্বাধীন ও সার্বভৌম দেশ, বিদেশী সেনা উপস্থিতি আমরা মেনে নেব না : মাওলানা মুত্তাকি
শেখ আশরাফুল ইসলাম 08 October, 2025 01:28 PM
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, আফগানিস্তান একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ইতিহাসে দেশটি কখনও কোনো বিদেশি সেনা উপস্থিতি মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। এটি আমাদের স্থায়ী নীতি ও সিদ্ধান্ত। আমরা বিশ্বের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চাই।
মঙ্গলবার (৭ অক্টোবর) সপ্তম “মস্কো ফরম্যাট” বৈঠকে যোগদান করে এসব কথা বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি।
মাওলানা মুত্তাকি বলেন, আফগানিস্তানের জনগণ, ইমারাতে ইসলামিয়া সরকার এবং গোটা অঞ্চল কেউই বিদেশি সামরিক উপস্থিতি মেনে নিতে প্রস্তুত নয়।
মাওলানা মুত্তাকি আশা প্রকাশ করেন, সব দেশই ইমারাতে ইসলামিয়াকে স্বীকৃতি দেবে।
তিনি জানান, বৈঠকে উপস্থিত সব দেশের আফগানিস্তান নিয়ে দৃষ্টিভঙ্গি “খুবই ইতিবাচক” ছিল এবং সবাই আফগানিস্তানের সঙ্গে সহযোগিতার বিষয়ে একমত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত চার বছরে ইমারাতে ইসলামিয়া প্রমাণ করেছে যে, আফগানিস্তান ঐক্যবদ্ধ এবং একটি “সফল সরকার” দ্বারা পরিচালিত হচ্ছে। এই সময়ে এমন কোনো ঘটনা ঘটেনি যা প্রতিবেশী দেশগুলো বা অন্য কারও জন্য হুমকি সৃষ্টি করেছে।
মাওলানা মুত্তাকি জোর দিয়ে বলেন, বর্তমানে আফগানিস্তানে মাদকদ্রব্যের চাষ নেই এবং দেশটিতে দায়সারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীও সক্রিয় নয়, যার মধ্যে দায়েশও (আইএস) অন্তর্ভুক্ত।
তিনি বলেন, আমরা চাই, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করতে—যেভাবে আফগানিস্তানে মাদক চাষ বন্ধ হয়েছে, অন্য দেশগুলোতেও যেন তা বন্ধ হয়। একইভাবে আমরা দায়েশসহ সব ধরনের হুমকির বিরুদ্ধে একসঙ্গে লড়তে চাই।
সূত্র : আরিয়ানা নিউজ