| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতের এক স্কুলে অভিভাবক সভায় ঢুকতে দেওয়া হলো না বোরকা পরা মুসলিম নারীদের


ভারতের এক স্কুলে অভিভাবক সভায় ঢুকতে দেওয়া হলো না বোরকা পরা মুসলিম নারীদের


শেখ আশরাফুল ইসলাম     03 October, 2025     11:07 AM    


কানপুরের চকেরি এলাকার “নিউ ভিশন ইন্টার স্কুল এন্ড কলেজ” নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক-শিক্ষক সভায় বোরকা পরা কয়েকজন মুসলিম নারীকে ঢুকতে বাধা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকেও এই ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ ওই নারীদের বোরকা পরে ঢুকতে না দিয়ে বাইরে আটকে রাখে। এতে তারা ক্ষুব্ধ হয়ে পড়েন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম মুসলিমম মিরররের প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

অভিভাবক রেহানা বলেন, “স্কুলের গেটে আমাকে বলা হয় বোরকা নেকাব খুলতে, তারপর ভেতরে যেতে। আমরা নেকাব না খুলে অনেকক্ষণ অপেক্ষা করলেও ঢুকতে দেওয়া হয়নি। শেষমেশ আমাদের ফিরে আসতে হয়।”

নারীরা অভিযোগ করেন, শুধু বোরকা পরার কারণে ঢুকতে না দেওয়া খুবই অন্যায়। এতে সহনশীলতা কমে যাচ্ছে।

অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ না করে নিজেদের অবস্থানকে সঠিক বলেছে। স্কুলের অধ্যক্ষ বলেন, “স্কুলে ঢোকার সময় মুখ দেখা জরুরি, তাই ঘোমটা খুলতেই হবে।”

পরে পুলিশ ও এমএলএ হাসান রুমি ঘটনাস্থলে গিয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষকে শান্ত করেন।

পুলিশ এক বিবৃতিতে জানায়, “খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। অনেকেই বলেছেন, দেশে মুসলমানদের প্রতি অসহিষ্ণুতা বাড়ছে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, যখন এ ধরনের কোনো সরকারি নিয়ম নেই, তখন কেন স্কুল এমন সিদ্ধান্ত নিল।

সূত্র ; মুসলিম মিরর