মূল পাতা মুসলিম বিশ্ব গত ছয় মাসে ১ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে আফগান-ইরান বাণিজ্য
শেখ আশরাফুল ইসলাম 30 September, 2025 12:35 PM
চলতি বছরের প্রথম ছয় মাসে ইরানের সাথে আফগানিস্তানের বাণিজ্যের পরিমাণ ১.৬২৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানে রপ্তানির পরিমাণ ছিল ১৩ মিলিয়ন ডলার, যেখানে আমদানির পরিমাণ ছিল ১.৬১৩ বিলিয়ন ডলার।
আফগানিস্তানের প্রধান রপ্তানি পণ্যগুলির মধ্যে ছিল সীসা, তুলা, লাল কিশমিশ, অ্যালকোহলমুক্ত শক্তি পানীয়, উদ্ভিজ্জ বীজ, তিল, বাদাম, খনিজ পদার্থ, প্রক্রিয়াজাত ট্যালক এবং শুকনো খুবানি।
প্রধান আমদানিকৃত পণ্য ছিল ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, সিমেন্ট, ঢেউতোলা লোহার শিট, লিনেন এবং ডিম।
সূত্র : পাজক আফগান নিউজ