| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব আফগানিস্তানে বহু বছর ধরে খ্রিস্টধর্ম প্রচারের পর ইসলাম গ্রহণ করলেন দম্পতি


আফগানিস্তানে বহু বছর ধরে খ্রিস্টধর্ম প্রচারের পর ইসলাম গ্রহণ করলেন দম্পতি


শেখ আশরাফুল ইসলাম     24 September, 2025     02:01 PM    


বহু বছর ধরে খ্রিস্টধর্ম প্রচারের পর অবশেষে ইসলাম গ্রহণ করেছেন এক বিদেশি নারী ও তার আফগান স্বামী। 

নাঙ্গারহার প্রাদেশিক গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, খ্রিস্টান মিশনারি কার্যক্রমে জড়িত থাকার পর সম্প্রতি আফগান আলেমদের আহ্বানে ইসলাম অধ্যয়ন শুরু করেন এই দম্পতি। পরে তারা স্বেচ্ছায় শাহাদাত পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন।

কপিসা প্রদেশের বাসিন্দা ওই আফগান ব্যক্তি এক অনুষ্ঠানে বলেন, “আমি ২০১০ সালে খ্রিস্টধর্ম গ্রহণ করি এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে মানুষকে খ্রিস্টধর্মে আহ্বান জানাতাম। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফগান আলেমদের উৎসাহে আমরা ইসলামের সত্য উপলব্ধি করি। আজ আমরা পূর্ণ ঈমানের সঙ্গে ইসলাম গ্রহণ করেছি।”

নাঙ্গারহার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজিত সেই অনুষ্ঠানে দম্পতি ঘোষণা দেন, জীবনের বাকি সময় ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী কাটাবেন এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রচারে কাজ করবেন।

সূত্র : আরিয়ানা নিউজ