রহমত নিউজ 22 September, 2025 12:59 PM
রাজধানী ঢাকায় টানা মুষলধারে বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মধ্যরাতে শুরু হওয়া ভারী বর্ষণ ও বজ্রপাত সোমবার সকালেও অব্যাহত রয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে জমে গেছে হাঁটু থেকে কোমরসমান পানি। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী ও খেটে খাওয়া মানুষজন পড়েছেন সবচেয়ে বেশি বিপাকে।
রবিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক ও অলিগলিতে হাঁটুসমান পানি জমে গেছে।
শান্তিনগর ও মৌচাক এলাকার প্রধান সড়কে রয়েছে কোমরসমান পানি। এসব এলাকায় রিকশা চলাচলও হয়ে পড়েছে ব্যাহত, যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
সরে জমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর মোড়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এসব এলাকার অলিগলিতে হাঁটুসমান পানি। চরম দুর্ভোগের মুখে পড়েছেন চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষ যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন।
অনেক এলাকায় দেখা গেছে না আছে গাড়ি, না আছে উপযুক্ত চলাচলের সুযোগ। বহু মানুষ ভেজা শরীরেই অফিস করতে বাধ্য হয়েছেন।