| |
               

মূল পাতা রাজনীতি ইসলামপন্থীদের পাশ কাটিয়ে কোনো সংস্কার মেনে নেওয়া হবে না : খেলাফত ছাত্র আন্দোলন


ইসলামপন্থীদের পাশ কাটিয়ে কোনো সংস্কার মেনে নেওয়া হবে না : খেলাফত ছাত্র আন্দোলন


রহমত নিউজ     24 May, 2025     12:59 PM    


খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, জুলাই অভ্যুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে অর্ন্তবর্তী সরকারের প্রধান কাজ ছিল ফ্যাসীবাদিদের গুম,খুন, নির্বিচারে হত্যাকান্ডের বিচার, বিপ্লব পরবর্তী সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন। আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার, সংস্কার দেখতে পাইনি। এছাড়াও সংস্কারের নামে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী নীতি বাস্তবায়নের চেষ্টা চলছে।

হাজার হাজার ছাত্র-জনতা ধর্মীয় মূল্যবোধ নিয়ে শহিদ হওয়ার নিয়্যতে রাজপথে নেমেছিল বলেই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছিল। ইসলামপন্থীদের পাশ কাটিয়ে সংস্কারের নামে  ধর্ম ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোনো সংস্কার এদেশের ছাত্র জনতা মেনে নেবে না।

শুক্রবার (২৩ মে) বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র সমাজ ভীষণ উদ্বিগ্ন। রাষ্ট্রপ্রধান থেকে স্বৈরাচারে পরিণত হওয়া প্রত্যেকের বিরুদ্ধে সংঘঠিত আন্দোলনে প্রতিবারই ছাত্রসমাজকে রক্ত দিতে হয়েছে। দেশপ্রমিক ছাত্রসমাজ দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত আছে।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না অর্ন্তবর্তী সরকার।

মাহফিলে উপস্থিত ছিলেন খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাধারণত সম্পাদক মুহাম্মদ জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহীনুর আলম আকন্দ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোজাম্মেল হোসাইনসহ মোহাম্মদপুর থানাধীন বিভিন্নস্তরের নেতা-কর্মীবৃন্দ।