| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে আমেরিকার অবদানকে অস্বীকার করলেন জয়শঙ্কর


ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে আমেরিকার অবদানকে অস্বীকার করলেন জয়শঙ্কর


আন্তর্জাতিক ডেস্ক     23 May, 2025     12:21 PM    


ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা থামিয়ে যুদ্ধবিরতি কার্যকরে আমেরিকা বা বিদেশি শক্তির অবদান অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

তিনি বলেন, ভারতের নিরাপত্তার বিষয়ে ইউরোপীয় নেতাদের পরামর্শ চায় না নয়াদিল্লি।

নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস-কে দেওয়া এক সাক্ষাতকারে জয়শঙ্কর এসব কথা বলেন।

তিনি দাবি করেন, ‘সন্ত্রাসবাদে ইন্ধনের অপরাধে’ ইসলামাবাদকে শক্ত জবাব দেওয়ার অধিকার আছে নয়াদিল্লির। 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরে বিদেশিদের কোনো অবদান নেই। বরং ১০ মে পাকিস্তান সেনাবাহিনী হটলাইনে যোগাযোগ করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলো। যদিও, ভারতের অপারেশন সিঁদুরের প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর যুদ্ধবিরতি নিয়ে তথ্যের গরমিলে ঘরে-বাইরে চাপের মুখে পড়ে ভারতের মোদি সরকার।