রহমত নিউজ 23 May, 2025 11:57 AM
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের রাজনৈতিক কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এতে বলা হয়, দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার স্বার্থে অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার স্বার্থে বিভিন্ন দল ও পক্ষের মধ্যে পারস্পরিক বিভেদ পরিহার করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮টায় রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আমীরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, আমিনুর রহমান ফিরোজ।