মূল পাতা আন্তর্জাতিক ইসরাইলের উপর চাপ তৈরি করছে পশ্চিমা দেশগুলো
আন্তর্জাতিক ডেস্ক 21 May, 2025 12:38 PM
গাজ্জায় চালানো ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করেছে পশ্চিমা দেশগুলো। এই তালিকায় রয়েছে, ফ্রান্স, ব্রিটেন ও কানাডা।
দেশগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলকে নতুনভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস ও অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজ্জাকে সরাসরি ইসরাইলি সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য গুরুত্বপূর্ণ। তিন দেশের বিবৃতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।
একইসঙ্গে ওই তিন দেশের সরকার বলেছে, তারা গাজ্জায় ইসরাইলের সামরিক অভিযান সম্প্রসারণের তীব্র বিরোধিতা করে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, গাজ্জার বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা অসহনীয় হয়ে পড়েছে।
দেশগুলোর তরফে অবশিষ্ট জিম্মিদের মুক্তির আহ্বানও জানানো হয়েছে।
পাশাপাশি তারা ইসরাইলকে স্মরণ করিয়ে দিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরে তারা মনে করেছিল ইসরাইলিদের আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা একেবারে অসামঞ্জস্যপূর্ণ।
বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, লন্ডন, অটোয়া এবং প্যারিসের নেতারা সাতই অক্টোবর ইসরাইলে গণহত্যা হামলার জন্য ব্যাপক পুরষ্কার দিচ্ছেন এবং এই জাতীয় নৃশংসতাকে আরও আমন্ত্রণ জানাচ্ছেন।
তিনি জোর দিয়ে জানিয়েছেন, হামাস যদি তাদের হেফাজতে থাকা বাকি জিম্মিদের ফিরিয়ে দেয়, অস্ত্র সমর্পণ করে, তাদের নেতাদের নির্বাসনে যাওয়ার কথা মেনে নেয় এবং যদি গাজ্জাকে বেসামরিকীকরণ করা হয় তবেই যুদ্ধের অবসান হতে পারে।
সূত্র : বিবিসি