| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারত-পাকিস্তানের ‘পারমাণবিক যুদ্ধ’ ঠেকানোর দাবি ট্রাম্পের


ভারত-পাকিস্তানের ‘পারমাণবিক যুদ্ধ’ ঠেকানোর দাবি ট্রাম্পের


আন্তর্জাতিক ডেস্ক     13 May, 2025     11:19 AM    


ভারত-পাকিস্তানের ‘পারমাণবিক যুদ্ধ’ ঠেকানোর দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, আমেরিকার হস্তক্ষেপে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি “ভয়াবহ পারমাণবিক যুদ্ধ” ঠেকানো সম্ভব হয়েছে। আমরা একটি পারমাণবিক সংঘাত ঠেকিয়েছি। এটি একটি ভয়াবহ যুদ্ধ হতে পারত। লাখ লাখ মানুষ মারা যেতে পারত।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প আরও জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি রক্ষার অংশ হিসেবে আমেরিকা উভয় দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে অনেক বাণিজ্য করব, ভারতের সঙ্গেও করব। আলোচনা চলছে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে জানান, ভবিষ্যতে কোনো সংঘাত হলে নয়াদিল্লি “পারমাণবিক ব্ল্যাকমেইল” মেনে নেবে না।