| |
               

মূল পাতা রাজনীতি ১ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির!


১ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য বিএনপির!


রহমত নিউজ     08 May, 2025     02:58 PM    


আগামী ১৫ মে থেকে শুরু হবে বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। এতে প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেটের কথা জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি জানিয়েছেন, দুই মাসব্যাপী নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলবে। প্রায় ১ কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দলটির।

অনেক তরুণ-মেধাবী সজ্জন ব্যক্তি বিএনপির সদস্য হতে আগ্রহী উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রেফতারের ভয়ে চাইলেও তারা সদস্য হতে পারেনি। অতীতে আওয়ামী লীগ করতো, তবে দলটির দুঃশাসন-লুটপাট সহ্য করতে না পেরে যারা ওই দল থেকে সরে এসেছে, তারা-ও সদস্য হতে পারবে।

চিকিৎসকদের বরাত দিয়ে রুহুল কবির রিজভী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভালো আছেন।