রহমত নিউজ 06 May, 2025 02:50 PM
বিদআত ছড়িয়ে পড়ার আশঙ্কায় মাদারীপুর সদর ইউনিয়নের শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় প্রায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ কেটে ফেলেছেন স্থানীয় আলেমরা।
সোমবার (৫ মে) সকাল ৯টার দিকে সাধারণ ধর্মপ্রাণ মানুষদের সাথে নিয়ে স্থানীয় আলেমগণ এই কাজ করেন।
স্থানীয়রা জানান, কুমার নদীর পাড়ে অবস্থিত বটগাছটি 'অলৌকিক ক্ষমতার' অধিকারী বলে বিশ্বাস করে অনেকে। এ কারণে প্রাচীন এই বটগাছের গোড়ায় অনেকে মোমবাতি জ্বালিয়ে মানত করত বলে জানান স্থানীয় বাসিন্দারা।
ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আজম খান বলেন, 'ওই বটগাছটির নিচে কিছু লোক "আচার" পালন করত, যা আলেমরা আপত্তিকর মনে করেন। ইসলামে এ ধরনের বিধি-বিধান না থাকার কারণেই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণেই সবাই একত্রিত হয়ে বটগাছটি কাটা শুরু করেন। তারা কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
বিদআত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করে শ্রী নদী গ্রামে বাসিন্দা মুহাম্মাদ দাদন বলেন, মানুষ ওই বটগাছের নিচে 'পূজা' করত বলে স্থানীয় আলেমরা সেটা মেনে নিতে পারেননি। এ কারণেই গাছটি কেটে ফেলা হয়েছে। গাছটি কাটায় প্রায় ২০০ লোক অংশ নেয় বলে জানান তিনি।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মাদারীপুর মাদারীপুর সদর