| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতের উত্তরপ্রদেশে বন্ধ করে দেওয়া হলো আরও ১০ মাদরসা


ভারতের উত্তরপ্রদেশে বন্ধ করে দেওয়া হলো আরও ১০ মাদরসা


শেখ আশরাফুল ইসলাম     30 April, 2025     02:10 PM    


ভারতে উত্তরপ্রদেশে আরও ১০টি মাদরাসাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বন্ধ করে দিয়েছে রাজ্যটির হিন্দুত্ববাদী সরকার। এমনকি সেখানকার ২৯৭টি মাদরাসার মধ্যে ১৯২টিকেই অবৈধ বলে ঘোষণা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হিন্দুত্ববাদী প্রশাসন।

এসব ঘটনার ফলে রাজ্যজুড়ে সকল মাদরাসায় দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম মুসলিম মিররের এক সংবাদ থেকে এই তথ্য জানা যায়। 

সংবাদমাধ্যমটি জানায়, সীমান্তবর্তী এলাকায় অন্তত ১২টি মাদরাসায় অভিযান চালিয়েছে এসডিএম। ডিএম অজয় ​​কুমারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের পর প্রশাসন কর্তৃপক্ষ দাবি করে, বন্ধ করে দেওয়া ১০টি মাদরাসা শিক্ষক-কর্মকর্তাদের প্রয়োজনীয় নথিপত্র দিতে ব্যর্থ হয়েছে, যার ফলে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্রে জানা যায়, বন্ধ করে দেওয়া মাদরাসাগুলোর মধ্যে একটি হচ্ছে “জামিয়া আবু বকর আনোয়ারুল কুরআন মাদরাসা”। এখানে প্রায় ২০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত ছিল। মাদরাসা বন্ধ করে দেওয়ার ফলে এখন তাদেরকে নিকটবর্তী স্কুলে সরকারি স্কুলে পড়াশোনা করতে বাধ্য করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অবৈধভাবে জোর খাটিয়ে মুসলমানদের ঐতিহাসিক স্থান, স্থাপত্য এবং ধর্মীয় কাঠামোগুলো ধ্বংস করার কাজ করছে ভারতের হিন্দুত্ববাদী সরকার। দখল, অবৈধ বা রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের অজুহাতে এসব কর্মকাণ্ড চালানো হয়।