মূল পাতা আন্তর্জাতিক যুবরাজের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক ডেস্ক 20 April, 2025 02:03 PM
যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে আগামী ২২-২৩ এপ্রিল দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে এ নিয়ে তৃতীয় বার সৌদিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তৃতীয় মেয়াদে ক্ষতায় আসার পর এটি ভারতের প্রধানমন্ত্রীর প্রথম সৌদি সফর।
২০২৩ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরপরই এবার সৌদি আরবে যাচ্ছেন নরেন্দ্র মোদি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মোদির এই সফরের মাধ্যমে দুই দেশের বহুমাত্রিক অংশীদারত্ব আরও গভীর ও মজবুত করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় হবে।