মূল পাতা মুসলিম বিশ্ব মাওলানা আমীর খান মুত্তাকীকে আমন্ত্রণ জানালেন পাক পররাষ্ট্রমন্ত্রী
মুসলিম বিশ্ব ডেস্ক 20 April, 2025 11:16 AM
সম্প্রতি সীমান্তের উত্তেজনাকে কেন্দ্র করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্কে তিক্ততা বেড়েছে কিছুটা। তবে এর মধ্যেই আফগান সফরে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। কাবুলে অনুষ্ঠিত এক বৈঠকে ইমারাতের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকীকে পাকিস্তানে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণও জানান।
শনিবার (১৯ এপ্রিল) আফগানিস্তানের রাজধানী কাবুলে মাওলানা আমীর খান মুত্তাকীর সঙ্গে বৈঠকের সময় এ আমন্ত্রণ জানান ইসহাক দার। এ সময় দু’দেশেরই উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বৈঠকে শরণার্থী, রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও ট্রানজিট ইস্যুসহ উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তানে আশ্রয় নেওয়া আফগান শরণার্থীদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন মাওলানা আমীর খান মুত্তাকী। তিনি শরনার্থীদের অধিকার নিশ্চিত করতে পাকিস্তানের প্রতিনিধিদলকে আহ্বান জানান।
আফগান শরণার্থীদের সঙ্গে সদাচরণ এবং তাদের বাড়ি-ঘর ও সম্পত্তির সুরক্ষার আশ্বাস দেয় পাকিস্তানের প্রতিনিধিদল।
আলোচনা শেষে উভয় পক্ষ সমস্যা সমাধানে যৌথ কমিটি গঠন ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়।
সূত্র: বাখতার নিউজ এজেন্সি