মূল পাতা আন্তর্জাতিক ভারতে আজান বন্ধের হুমকি দিয়ে ভাইরাল বিজেপি নেত্রী
শেখ আশরাফুল ইসলাম 20 April, 2025 06:47 PM
ভারতে হিন্দুদের হনুমান জয়ন্তী উদযাপনের সময় আজান দেওয়ায় এবার ক্ষিপ্ত হলেন উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সাংসদ মেধা কুলকার্নি।
১২ এপ্রিল মহারাষ্ট্রের পুনে জেলায় ঘটে যাওয়া এই ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, আজান বন্ধ করার জন্য কুলকার্নি তার দলবল নিয়ে সালাহউদ্দিন দরগার কাছে যান এবং হুমকি দিতে থাকেন।
হিন্দুত্ববাদী এই নেত্রী দাবি করেন আজানের উচ্চ শব্দ তাকে ডিস্টার্ব করছিল। তিনি বলেন, “আরতি এবং হনুমান চালিশা চলাকালীন, দরগার সদস্যরা জোরে জোরে আজান বাজাচ্ছিলেন। আমরা তাদের আওয়াজ কমাতে অনুরোধ করেছিলাম কিন্তু তারা আমার সাথে তর্ক করেছিল।”
তিনি হুমকির সুরে বলেন, “ক্লিপগুলিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে জোরে শব্দের কারণে আমি আমার কান ঢেকে রেখেছিলাম। আমি যখন তাদের শব্দ কমাতে অনুরোধ করি তখন তারা তর্ক করে, ছবিতে কেবল পুলিশকে আমাদের কাছে আসতে বাধা দিতেও দেখা যাচ্ছে। এখন তাদের অভিযোগ প্রমাণ করার দায়িত্ব তাদের। যদি তারা ব্যর্থ হয় তবে আমি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করব।”
তবে ভিডিওর অডিওতে কেবল হিন্দু ধর্মীয় গান শোনা যাচ্ছে।
সূত্র : মুসলিম মিরর