| |
               

মূল পাতা আন্তর্জাতিক যুদ্ধ শেষে গাজ্জাতেই থাকবে ইসরাইলি বাহিনী; ঘোষণা মন্ত্রীর


যুদ্ধ শেষে গাজ্জাতেই থাকবে ইসরাইলি বাহিনী; ঘোষণা মন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক     17 April, 2025     03:26 PM    


যুদ্ধ শেষে ইসরাইলি সেনারা গাজ্জাতেই থাকবে বলে ঘোষণা দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। 

ইহুদিবাদী এই মন্ত্রী বলেন, ইসরাইলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও ইসইলের সেনারা গাজ্জায় অবস্থান করবে।

গত ১৮ মার্চ গাজ্জায় পুনরায় ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডের অনেক অংশ ইসরাইলের সঙ্গে যোগ করা হয়েছে বলেও তিনি জানান।

যেকোনো পরিস্থিতিতে হামাস যাতে তাদের হাতে বন্দি ইহুদীদের মুক্তি দেয়, তাই গাজ্জায় ইসরাইল ছয় সপ্তাহের জন্য মানবিক সহায়তা আসা বন্ধ করে দেওয়ার কথাও তিনি বলেন।

তবে ইসরাইলের এমন ঘোষণার পরিণতি "ধ্বংসাত্মক" হবে বলে উল্লেখ করেছে জাতিসংঘ।

গতকাল বুধবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্ট্রিয়ার্স (এমএসএফ) গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন নিয়ে এক সতর্কবার্তায় বলেছে, গাজ্জায় "ফিলিস্তিনিদের এবং তাদের সহায়তা করতে আসা মানুষদের গণকবরে পরিণত করা হয়েছে।"