মূল পাতা আন্তর্জাতিক রানি এলিজাবেথও ইসরাইলিদেরকে সন্ত্রাসী ভাবতেন ; ঢুকতে দিতেন না প্রসাদে
রহমত নিউজ 17 April, 2025 02:55 PM
দীর্ঘদিন ধরে গাজ্জায় গণহত্যা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এরা জাতিগতভাবেই সন্ত্রাসী। এবার সেই বিষয়টিই পুনরায় সামনে এলো ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট রুভেন রিভলিনের গত বছরে দেওয়া এক তথ্যে।
তিনি বলেছিলেন, প্রয়াত ব্রিটিশ রানি এলিজাবেথ দ্বিতীয় বিশ্বাস করতেন যে প্রতিটি ইসইলি “হয় সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান”। ইসরাইলি কর্মকর্তাদের বাকিংহাম প্রাসাদে প্রবেশ করতে দিতেও অস্বীকৃতি জানিয়েছিলেন রানি। এমনকি ইসরাইলিদেরকে প্রাসাদেও ঢুকতে দিতেন না রানি।
রিভলিন ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ইসরাইলের ১০ম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রানি এলিজাবেথ মারা যান ২০২২ সালে।
ইসরাইলিদেরকে ঘৃণার প্রসঙ্গে রিভলিন আরও বলেন, রানি বিশ্বাস করতেন যে আমাদের প্রত্যেকেই হয় সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান। আন্তর্জাতিক অনুষ্ঠান ছাড়া তিনি (বাকিংহাম) প্রাসাদে কোনও ইসরাইলি কর্মকর্তাকে ঢুকতে দিতেন না।
ইহুদিবাদী ইসরাইলিদের তিনি এতটাই ঘৃণা করতেন যে, সিংহাসনে থাকার ৭০ বছর ধরে ১২০টিরও বেশি দেশ এবং প্রায় দশ লক্ষ মাইল ভ্রমণ করা সত্ত্বেও তিনি কখনই ইসরাইলে ভ্রমণে যাননি।
সূত্র: মিডলইস্ট আই