মূল পাতা আন্তর্জাতিক রাশিয়ার সাথে বৈঠক করল আফগানিস্তান; বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা
আন্তর্জাতিক ডেস্ক 15 April, 2025 02:41 PM
অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনাভের সঙ্গে বৈঠক করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গণপূর্তমন্ত্রী মাওলানা মুহাম্মাদ ঈসা আখুন্দ।
সোমবার (১৪ এপ্রিল) আফগানিস্তানের রাজধানী কাবুলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক প্রসঙ্গে আফগান গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মাদ আশরাফ হকশেনাস বলেন, এই বৈঠকে, উভয় পক্ষ সালাং সুড়ঙ্গের মেরামত ও পুনর্গঠন, রেললাইন আধুনিকীকরণ ও রাশিয়া থেকে প্রয়োজনীয় সরঞ্জাম ও রেলপথের জন্য সরঞ্জাম সংগ্রহের পদ্ধতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনাভ বৈঠক শেষে জানিয়েছেন, তারা আফগানিস্তানের এই সকল সেক্টরে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।
বৈঠকে আফগানিস্তানের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানান গণপূর্তমন্ত্রী মাওলানা ঈসা। একই সঙ্গে দীর্ঘদিনের আফগান-রাশিয়া বাণিজ্যের কথাও তিনি তুলে ধরেন।
আফগানিস্তানের অবকাঠামো; বিশেষ করে মহাসড়ক ও রেলপথ উন্নয়নের ক্ষেত্রে রাশিয়ার ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
শ্লেষকদের মতে, যদি আফগানিস্তানের রেল অবকাঠামোতে বৈদেশিক বিনিয়োগ হয়, তাহলে আফগানিস্তান তার বর্তমান ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আফগান গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে হেয়রতান, খাফ-হেরাত, তোরঘুন্ডি ও আকিনা রেলপথের মাধ্যমে ৭৬ হাজার মেট্রিক টনেরও বেশি রপ্তানি, আমদানি ও ট্রানজিট পণ্য পরিবহন করা হয়েছে।
সূত্র: এভিএ