মূল পাতা মুসলিম বিশ্ব বড় পরিসরে সংস্কার শুরু হচ্ছে ঐতিহাসিক আয়া সোফিয়ায়
মুসলিম বিশ্ব ডেস্ক 15 April, 2025 02:15 PM
সুলতান মুহাম্মদ আল ফাতিহের স্মৃতিবিজড়িত তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
রয়টার্সের তথ্যানুসারে, প্রায় ১৪৮৬ বছর পর প্রথমবারের মতো এই প্রাচীন স্থাপনায় এমন বৃহৎ পরিসরে সংস্কার কাজ পরিচালিত হতে যাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্পটি ইতিহাসের অন্যতম বৃহৎ সংরক্ষণমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হতে যাচ্ছে।
এই সংস্কার কার্যক্রমের মূল লক্ষ্যই হচ্ছে যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে থাকা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই অসাধারণ স্থাপনাটির স্থায়িত্ব নিশ্চিতকরণ ও এর ঐতিহ্যকে সংরক্ষণ করা।
জানা যায়, গম্বুজের স্থাপত্যগত বৈশিষ্ট্য, গঠন ও মজবুত করার উপর বিশেষ নজর দিয়ে এটি এমনভাবে পুনর্গঠন করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এর সৌন্দর্য ও গুরুত্ব অটুট থাকে।
বাইজান্টাইন শিল্পের ইতিহাসবিদ আসনু বিলবান ইয়ালচিন বলেন, গত দশ বছর ধরে স্থাপনাটির বিভিন্ন অংশে সংস্কারের কাজ চলমান রয়েছে। এই সংস্কার প্রক্রিয়া আয়া সোফিয়ার ইতিহাসে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায় উন্মোচন করবে।
তুরস্কের ফাতিহ সুলতান মুহাম্মদ ওয়াকফ বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের অধ্যাপক হাসান ফিরাত দিকার রয়টার্সকে বলেন, পুনর্গঠন প্রকল্পটি বড় ভূমিকম্পের পর দুর্বল হওয়া কাঠামোগত অংশগুলোতে বিশেষ নজর দেবে। তিনি আরও উল্লেখ করেন, প্রকৃত কাঠামোগত সমস্যা তখনই আরও স্পষ্টভাবে জানা যাবে যখন মূল কাভারটি উন্মুক্ত করা হবে।
উল্লেখ; ১৪৫৩ সালে সুলতান মুহাম্মদ ফাতিহের নেতৃত্বে কনস্টান্টিনোপল (ইস্তানবুল) বিজয়ের পর আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ঘোষণা করা হয়। এর আগে এটি ছিলো খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা।শত শত বছর যাবৎ মুসলমানদের ঐতিহাসিক বিজয়ের স্মৃতি ধারণ করে তুরস্কের বুকে দাঁড়িয়ে আছে এই আয়াসোফিয়া।