| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জায় গণহত্যা : এখন পর্যন্ত শহীদ ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি


গাজ্জায় গণহত্যা : এখন পর্যন্ত শহীদ ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি


মুসলিম বিশ্ব ডেস্ক     10 April, 2025     10:47 AM    


গাজ্জায় থামছেই না ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চালানো গণহত্যা। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্তে এতে শহীদ হয়েছেন ৫০ হাজার ৮১০ ‍জন ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ১ লক্ষ ১৫ হাজার ৬৮৮ জন। ‍

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ ফিলিস্তিনি শাহাদতবরণ করেছেন এবং আহত হয়েছেন ২১৩ জন। তাছাড়া এখনও অনেক লাশ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে। পর্যাপ্ত সরঞ্জামের অভাবে উদ্ধারকাজে গতি পাওয়া সম্ভব হচ্ছে না। অনেক স্থানে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরাও পৌঁছাতে পারছেন না। ফলে হতাহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজ্জায় ইসরাইলি হামলায় ১,৪৪৯ জন শহীদ এবং ৩,৬৪৭ জন আহত হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর লাগাতার বিমান হামলা ও বেপরোয়া আর্টিলারি গোলাবর্ষণের মাধ্যমেই এসব হতাহতের ঘটনা ঘটছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজ্জার শরণার্থী শিবিরসহ হাসপাতালগুলোও।

সূত্র: এক্সপ্রেস নিউজ