| |
               

মূল পাতা জাতীয় জাতীয় ঈদগাহের জামাত সাড়ে ৮টায়; অংশ নিতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা


জাতীয় ঈদগাহের জামাত সাড়ে ৮টায়; অংশ নিতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা


রহমত নিউজ     29 March, 2025     01:02 PM    


হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে নামাজ আদায় করতে পারেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৯ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিস) প্রশাসক মো. শাহজাহান মিয়া। 

তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার বিষয়ে আশা করা যাচ্ছে। এছাড়া ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজে অংশ নিতে পারবেন। 

ডিএসসিসি প্রশাসক বলেন, আবহাওয়া খারাপ হবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। তবে আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।

মুসল্লিদের ছাতা আনতে নিরুৎসাহিত করা হচ্ছে বলেও জানান শাহজাহান মিয়া।

ঈদের নামাজ ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই দাবি করে তিনি বলেন, আমরা সকল ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন। পুলিশ ও র‍্যাবের পাশাপাশি অন্যান্য নিরাপত্তা বাহিনীও নিরাপত্তায় কাজ করছে। কোনো ধরনের আশঙ্কা অনুভব করছি না।