রহমত নিউজ 24 March, 2025 12:55 PM
ঈদের আনন্দকে বৃদ্ধি করতে সুলতানি আমলের মতো এবার ঢাকায় ঈদ মিছিলের আয়োজন করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২৩ মার্চ) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের সংস্কৃতিকে এবার থেকে চালু করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ঈদ মিছিল শুরুর বিষয়ে তিনি জানান, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার পুরাতন মাঠে ঈদের জামাত হবে। জামাত শেষে ঈদ মিছিল শুরু হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হবে। নতুন বাংলাদেশে নতুনভাবে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বার্তায় রাজধানীবাসীর ঈদ উদ্যাপনে নতুন মাত্রা যোগ হওয়ার বিষয়ে তিনি লিখেন, আমাদের ঈদে উৎসবের আমেজ নেই। টিভি প্রোগ্রাম দেখে কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যায় ঈদ। ঈদের জামাত ছাড়া কালেক্টিভ কোনো কর্মসূচি নেই। তবে এবারের ঈদকে নগরবাসীর জন্য আরো সুন্দর করতে আমরা কিছু উদ্যোগ নিয়েছি।
তিনি আরও লিখেন, ঢাকার ঐতিহ্যবাহী ঈদ মিছিলের বিষয়ে আমরা কমবেশি সবাই অবগত আছি। সুলতানি আমলে, পরবর্তীতে ব্রিটিশ আমলেও ঈদ মিছিলের আয়োজন করা হতো। এই সংস্কৃতিকেই এবার থেকে রিভাইভ করার উদ্যোগ নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।