| |
               

মূল পাতা জাতীয় প্রধান উপদেষ্টার চীন সফর হবে সম্পর্ক উন্নয়নে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত


প্রধান উপদেষ্টার চীন সফর হবে সম্পর্ক উন্নয়নে মাইলফলক : চীনা রাষ্ট্রদূত


রহমত নিউজ     23 March, 2025     03:26 PM    


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে মাইলফলক হবে বলে প্রত্যাশা করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রবিবার (২৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইয়াও ওয়েন।

বৈঠক শেষে ইয়াও ওয়েন বলেন, এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। প্রধান উপদেষ্টার এ সফর ফলপ্রসু ও গঠনমূলক হবে বলে প্রত্যাশা করছি।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার চীন সফর সামনে রেখে আমরা এখনো কাজ করছি। দুই দেশ কীভাবে পারস্পরিক লাভবান হতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

আগামী ২৬ মার্চ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের সফরে চীন যাচ্ছেন।