মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জার ধ্বংসস্তুপেই এবার স্থল হামলায় নেমেছে ইসরাইলি বাহিনী
রহমত নিউজ 20 March, 2025 01:12 PM
গাজ্জা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ৪ শতাধিক ফিলিস্তিনিকে হত্যার দু’দিনের মাথায় এবার স্থল হামলায় নেমেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। সেই সাথে আরও ভয়ঙ্কর হামলার হুমকি দিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
বুধবার (১৯ মার্চ) দ্বিতীয় দিনের মতো গাজ্জার বিভিন্ন প্রান্তে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ২৪ ঘণ্টায় হত্যা করা হয় নারী-শিশুসহ অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে। এরমধ্যে বেইত লাহিয়ায় একটি বাড়িতে জানাজার জন্য জড়ো হওয়া মানুষের ওপর গোলাবর্ষণ করে হত্যা করা হয় অন্তত ২৪ জনকে। দির আল বালাহ এলাকায় জাতিসংঘের এক কর্মী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
গাজ্জাকে বিভক্ত করা নেতজারিম কোরিডোরের নিয়ন্ত্রণ নিয়ে স্থল অভিযানে শুরু করেছে দখলদার বাহিনী। কামানের গোলাবর্ষণ করা হয়েছে উত্তর গাজার বেইত লাহিয়া আর গাজ্জা সিটি লক্ষ্য করে।
এমন পরিস্থিতিতে আরও বর্বর অভিযানের জন্য গাজ্জাবাসীকে প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইহুদিবাদী এই প্রধানমন্ত্রী বলেন, হামাস নির্মূল আর সব জিম্মিকে মুক্ত না করার পর্যন্ত এই হামলা থামবে না।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ইতোমধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে ছদ্দবেশী বাহিনীর গোপন ঘাঁটি সফর করে ভবিষ্যৎ দিকনির্দেশনা দিয়েছেন তিনি।
এদিকে, বর্বর এই অভিযানের নিন্দায় নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ অব্যাহত আছে খোদ ইসরাইলের রাজধানী তেলআবিব ছাড়াও পবিত্র নগরী জেরুসালেমে। পুলিশের বাধায় ধ্বস্তাধ্বস্তি আর ধরপাকড়ের ঘটনাও ঘটেছে সেখানে। বিক্ষোভ হয়েছে আমেরিকার নিউইয়র্কে। ওয়াল স্ট্রিটে ট্রাম্পের প্রতিষ্ঠানের বাইরে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরাইলবিরোধী শ্লোগান দেন বিক্ষুব্ধরা।