| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মৃত বাবার মাসিক পেনশনের ভাগ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে : পাকিস্তানের হাইকোর্ট


মৃত বাবার মাসিক পেনশনের ভাগ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে : পাকিস্তানের হাইকোর্ট


মুসলিম বিশ্ব ডেস্ক     12 March, 2025     03:42 PM    


পাকিস্তানের সিন্ধু হাইকোর্টের এক রায়ে বলা হয়েছে, মৃত বাবার মাসিক পেনশনের অংশ পাবেন তালাকপ্রাপ্ত মেয়ে। পুনরায় বিয়ে না করা পর্যন্ত তিনি এই সুবিধা পেতে থাকবেন বলেও আদালত তার রায়ে বলেছেন।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সিন্ধু হাইকোর্ট (এসএইচসি) তার রায়ে বলেছে, তালাকপ্রাপ্ত কন্যারাও তার মৃত বাবার মাসিক পেনশন থেকে অংশ পাওয়ার অধিকারী হবেন যতক্ষণ না তিনি পুনরায় বিয়ে করছেন।

এসএইচসি তার রায়ে আরও উল্লেখ করেছে, পেনশনভোগী মৃত ব্যক্তিদের তালাকপ্রাপ্ত এবং বিধবা কন্যাদের দুর্দশা ও কষ্টের কথা উপলব্ধি করে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ১৯৮৩ সালে পেনশন নিয়ম আরও উদারীকরণ করে এবং তারপর তালাকপ্রাপ্ত কন্যাদের মর্যাদাও অবিবাহিত কন্যাদের সমান করা হয়।

দ্য ডন বলছে, তালাকপ্রাপ্ত এক নারীর আবেদন মঞ্জুর করার সময় বিচারপতি মুহাম্মদ করিম খান এবং বিচারপতি নিসার আহমেদের সমন্বয়ে গঠিত দুই বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দেয়।

এসময় বিবাদী কর্তৃপক্ষকে মৃত পেনশনভোগীর মাসিক পেনশনের একটি অংশ আবেদনকারী সারওয়াত গাজী উদ্দিনের তালাকপ্রাপ্ত কন্যা এবং অন্যান্য অবিবাহিত/বিধবা কন্যাদের তাদের ভাগ অনুযায়ী চার মাসের মধ্যে বিতরণ করতে নির্দেশ দেন।