মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জায় থামছেই না ইসরাইলি হামলা; আরও ৪ ফিলিস্তিনি শহীদ
মুসলিম বিশ্ব ডেস্ক 11 March, 2025 03:11 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের রাষ্ট্র ইসরাইলি হামলায় আরও চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েল প্রায় প্রতিদিনই গাজ্জায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটছে হতাহতের ঘটনাও।
এদিকে সর্বশেষ প্রাণহানির ঘটনায় অবরুদ্ধ এই উপত্যকাটিতে শহীদের মোট সংখ্যা ৪৮ হাজার ৪৬০ ছাড়িয়ে গেছে।
সোমবার (১০ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি হামলায় আরও চার ফিলিস্তিনি শহীদ হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৮ হাজার ৪৬৭ জনে পৌঁছেছে বলে সোমবার গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গত ২৪ ঘণ্টায় গাজ্জার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ৫ জনের লাশ উদ্ধার করেছেন এবং তারাও প্রাণহানির এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় আরও ১৬ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৯১৩ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।