| |
               

মূল পাতা জাতীয় উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার


উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার


রহমত নিউজ     05 March, 2025     03:31 PM    


অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করলেন রফিকুল আবরার (সি আর আবরার)। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বঙ্গভবনে সি আর আবরারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

উপদেষ্টা রফিকুল আবরার (সি আর আবরার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী। 

সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।

এর আগে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অধ্যাপক সিআর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নামকরা শিক্ষক। বুধবার উনি শপথ নেবেন। প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না।