রহমত নিউজ 26 February, 2025 07:40 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, যারা দূর্নীতি করে, দেশের টাকা অন্য দেশে পাচার করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে তারা সবচেয়ে বড় জালেম। জালেমদেরকে আল্লাহ তা’আলা কখনো ছাড় দেন না। জালেমদেরকে আল্লাহ তা’আলা এমনভাবে শাস্তি দেন মানুষ তা টেরও পায় না। ফেরাউন জুলুম করতে করতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহ তা’আলা তাকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। নমরুদ যখন জুলুমের চুড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল আল্লাহ তা’আলা তাকে একটি ল্যাংড়া মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। বিগত সরকার যখন জুলুমের সীমা ছাড়িয়ে গিয়েছিল আল্লাহ তা’আলা তাদেরকে স্কুল-কলেজের ছোট শিক্ষার্থীদের মাধ্যমে, ছাত্র-জনতার মাধ্যমে তাদের পতন ঘটিয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় শরীয়তপুর নড়িয়া পৌরসভা মাঠে বাংলাদেশ খেলাফত আন্দোলন নড়িয়া থানা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী নির্বাচনে যদি সত্যিকারের উলামায়ে কেরাম জয়লাভ করে সরকার গঠন করেন তাহলে বাস্তবেই সোনার বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে খেলাফত আন্দোলনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রিন্সিপাল মুফতী মাহমুদুল হাসানের নাম ঘোষণা করেন এবং তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে নড়িয়া-সখিপুর এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ প্রদানের আহবান জানান।
খেলাফত আন্দোলন নড়িয়া থানা আমীর মুফতি ইলিয়াছ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আন্তর্জাতি বিষয়ক সম্পাদক মোফাচ্ছির হোসাইন, শরীয়তপুর জেলা আমীর মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার। প্রধান বক্তা ছিলেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান (হাসান হুজুর)।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ১৯৪৭ সালে ব্রিটিশদের থেকে পাকিস্তান স্বাধীন হয়েছিল ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার সহকারে। কিন্তু পাকিস্তানের শাসকগোষ্ঠী সেই অঙ্গীকার রক্ষা করেনি। বরং জুলুম ও বৈষম্য চাপিয়ে দিয়েছিল জনগণের উপর। ফলে ১৯৭১-এ স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে আমরা নানা জনের শাসন, তন্ত্র-মন্ত্রের শাসন প্রত্যক্ষ করেছি। কেউই শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নি। একমাত্র ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এক পয়সাও দূর্নীতি করব না। কারণ আমার আখেরাতের ভয় আছে। আমি যদি এলাকার উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করি তাহলে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। কয়জনের কাছে আমি মাফ চেয়ে পার পাব?