রহমত নিউজ 24 February, 2025 01:14 PM
দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় গতকাল রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। তবে উপদেষ্টা এই ব্যাপারে বলেছেন, তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার পর রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন- শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন, আপনিও কি তাই ভাবছেন? জবাবে উপদেষ্টা বলেন, ‘তারা চায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। সেটার জন্য যা যা করা দরকার আমি করব। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না। দেশের এমন পরিস্থিতিতে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, সামনে আরও উন্নতি হবে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কী কী ব্যবস্থা নেবেন জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী টহল কার্যক্রম আরও বাড়াবে। আগামীকাল (সোমবার) থেকে যেন কোথাও কিছু না ঘটে, সে ব্যাপারে তারা ব্যবস্থা নেবে। যদি আইনশৃঙ্খলা বাহিনী ভালোভাবে কার্যক্রম করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমি অ্যাকশন নেব।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির আর অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কাউকে আমরা ছাড় দেব না।’
এর আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম দেন।
গত কয়েক দিন ধরে সারাদেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সবশেষ রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন সৃষ্টি করে। এরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলেন।