মূল পাতা আন্তর্জাতিক তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক 21 February, 2025 12:58 PM
তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী খুব বেশি দূরে নয় দাবি করে মার্কিনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তবে এখন আর বিশ্বযুদ্ধ লাগবে না, কারণ আমি এসে গেছি।
তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধের ফলে কারও কোনও লাভ নেই। তবে আমি এখনই বলে দিতে পারি, আপনি যুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই। যদি এই প্রশাসন (বাইডেন প্রশাসন) আর এক বছর থাকত, তাহলে আপনি নিশ্চিতভাবেই যুদ্ধের মধ্যে থাকতেন। কিন্তু এখন তা হবে না, কারণ আমি এসে গেছি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার মায়ামিতে আয়োজিত একটি সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যদি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আরও এক বছর যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতেন। তাহলে এতদিনে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে যেত।
তিনি আরও বলেন, যদিও আমেরিকা সরাসরি কোনও যুদ্ধে অংশ নেবে না। তবু এই ধরনের সংঘাত বাঁধলে তিনি তা থামানোর ব্যবস্থা নেবেন। তার কথায়, ‘আমরা এই অর্থহীন এবং সমাধানহীন যুদ্ধগুলো থামাব। নিজেরা এসব যুদ্ধে জড়াব না, কিন্তু আমরা অন্য যে কারও চেয়ে শক্তিশালী হয়ে থাকব। যদি কখনও যুদ্ধ হয়, তাহলে আমাদের সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে না। তবে আমি মনে করি না, এমন কিছু ঘটবে। সূত্র: এনডিটিভি