| |
               

মূল পাতা আন্তর্জাতিক ভারতে ইলন মাস্কের উদ্যোগকে খুবই অযৌক্তিক বলে কটাক্ষ করলেন ট্রাম্প


ভারতে ইলন মাস্কের উদ্যোগকে খুবই অযৌক্তিক বলে কটাক্ষ করলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক     20 February, 2025     12:03 PM    


ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা স্থাপনে ইলন মাস্কের উদ্যোগকে খুবই অযৌক্তিক বলে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আবারও প্রকাশ্যে চলে এলো ভারতের বিষয়ে ট্রাম্পের মনস্তাত্বিক দ্বন্দ্বের বিষয়টি।

ভারতের বাজারে টেসলার পা রাখা আর কর্মী সংগ্রহের ঘোষণার রেশ না কাটতেই এমন বিরুপ মন্তব্য আর ভারতের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ভারতে বিনিয়োগের বিষয়ে ব্যক্তিগত মতামত তুলে ধরেন তিনি। যৌথ সাক্ষাৎকারে পাশেই ছিলেন প্রযুক্তি উদ্যোক্তা আর ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মদক্ষতা বিভাগ-ডিওজিই'র প্রধান ইলন মাস্ক।

ট্রাম্প বলেছেন, ভারতের শুল্ক নীতির কারণে সেখানে টেসলার কারখানা স্থাপন করলে আমেরিকার সাথে মহা অন্যায় হবে।

গত সপ্তাহে মাস্কের সাথে দেখা হয়েছে আমেরিকা সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তখন ভারতে বৈদ্যুতিক গাড়ির ওপর একশ’ শতাংশ আমদানি শুল্কের সমালোচনা করেছিলেন মাস্ক। মূলত দেশি গাড়ি প্রস্তুতকারকদের সুবিধা দিতে এই নীতি মেনে চলে ভারত।

গত মার্চে বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ইভি নীতি ঘোষণা করে জানানো হয়েছে, ন্যূনতম ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করলে ওই প্রতিষ্ঠানের জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনা হবে।