মূল পাতা আন্তর্জাতিক বাইডেন আমলে নিযুক্ত সব এটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক 19 February, 2025 07:40 PM
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিযুক্ত সব এটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত চার বছরে বিচার বিভাগকে আগের মতো রাজনীতিকরণ করা হয়েছে। অতএব, আমি 'বাইডেন যুগের' বাকি সকল মার্কিন এটর্নিদের বরখাস্তের নির্দেশ দিয়েছি।
ট্রাম্প আরও বলেন, আমাদের ঘর অবিলম্বে পরিষ্কার করতে হবে। পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে। আমেরিকার স্বর্ণযুগের জন্য একটি ন্যায্য বিচারব্যবস্থা থাকবে, যার কাজ আজ থেকেই শুরু হবে।
মার্কিন এটর্নিদের বদলের ‘রীতি’ নতুন নয়। যাদের বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই বাইডেনের সময়ে নিযুক্ত ফেডারেল প্রসিকিউটর। এটর্নিরা প্রতিটি জেলার শীর্ষ ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা।