রহমত নিউজ 17 February, 2025 08:09 PM
নতুন শিক্ষাবর্ষের প্রথম দুই মাস পার হতে চললেও এখনও পর্যন্ত সব শিক্ষার্থীদের হাতে বই পাঠাতে না পারা এবং স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু করতে না পারায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টিকে দু:খজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতিতে তিনি বলেন ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের অর্ধেকেরও বেশি সময় পার হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সরকারের দায়িত্ব হলেও এখনও পর্যন্ত সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি। যার ফলে স্কুলগুলোতে পুরোদমে এখনও ক্লাস শুরু করা যায়নি বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। লাখ লাখ শিক্ষার্থীর মূল্যবান এই দেড় মাস সময় নষ্ট করা অত্যন্ত দু:খজনক। নতুন করে শিক্ষকদের আন্দোলনের কারণেও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মাওলানা মিয়াজী বলেন, স্কুলগুলোতে স্বাভাবিক ও পুরোদমে শিক্ষা কার্যক্রম চালু করতে সরকারের উচিত হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। পাশাপাশি পাঠ্যবই ছাপানো ও পৌঁছাতে দেরি হওয়ার কারণ তদন্ত করে সংশ্লিষ্ট কারো দায়িত্বে অবহেলা, সাবেক সরকারের আনুগত্যের কারণে বর্তমান সরকারের বদনাম করানোর জন্য শিক্ষার্থীদের বলির পাঠা বানানোর প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা।
এছাড়াও তিনি আন্দোলনরত শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রমে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানান।