মূল পাতা আন্তর্জাতিক ভারতের মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি
আন্তর্জাতিক ডেস্ক 14 February, 2025 03:09 PM
দীর্ঘদিন ধরে সহিংসতা ও সাংবিধানিক সংকটে থাকা ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে।
প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর বয়ানে গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রায় ২১ মাস ধরে মণিপুরে সংঘর্ষ, সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। বারবার রাজ্যের পরিস্থিতি সামলাতে ব্যর্থতার মুখে ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এর চার দিনের মাথায় মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি হলো।