| |
               

মূল পাতা বিশেষ প্রতিবেদন ফুটবল বিশ্বকাপে সৌদি আরবে মদ নিষিদ্ধ


ফুটবল বিশ্বকাপে সৌদি আরবে মদ নিষিদ্ধ


মুসলিম বিশ্ব ডেস্ক     13 February, 2025     02:07 PM    


২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সেই বিশ্বকাপে মদ্যপান নিষিদ্ধ করেছে মুসলিম এই দেশটি।

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ বিষয়টি নিশ্চিত করেছেন।

খালিদ জানান, বিশ্বকাপ দেখতে যারা সৌদি আরবে যাবেন, তাদের দেশটির সংস্কৃতিকে সম্মান করা উচিত। বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না।

ব্রিটেনের রেডিও স্টেশন এলবিসিকে সৌদি রাষ্ট্রদূত বলেন, এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই।

২০২২ সালের কাতার বিশ্বকাপের শুরুতেও অ্যালকোহল নিয়ে আলোচনা হয়েছে। আয়োজক দেশ কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কি না, এটা ছিল আলোচনার বিষয়। স্টেডিয়ামের আশেপাশে অ্যালকোহল বিক্রি নিষিদ্ধ থাকলেও, হোটেল ও স্বীকৃত ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনেছিলেন দর্শকরা। বিষয়টি নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচিত হয়েছিল কাতার।

কাতার থেকে সৌদি সরকারের কঠোরতা একটু বেশিই বলা যায়। খালিদ আরও যোগ করে বলেন, সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না।